সুনামগঞ্জে ৪ জনের প্রার্থীতা প্রত্যাহার, ২৯ জন লড়বেন ভোটে

সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে মনোনয়ন যাচাই বাছাইয়ের পর ৩৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার যোগ্যতা অর্জন করেছিলেন।

তবে প্রর্থীতা প্রত্যাহারের শেষ দিন রবিবার (১৭ ডিসেম্বর) ৪ প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাড়িছেন।

প্রার্থীতা প্রত্যাহারকারীরা হলেন সুনামগঞ্জ-১ আসনে বিকল্পধারার প্রার্থী মো.রফিকুল ইসলাম চৌধুরী। সুনামগঞ্জ-৩ আসনে জাকের পার্টির প্রার্থী মো.নজরুল ইসলাম। সুনামগঞ্জ-৪ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী আবু তাহের মো.রুহুল আমিন এবং সুনামগঞ্জ-৫ আসনে জাকের পার্টির প্রার্থী শেখ ইয়াকুব আলী।

এর ফলে ভোটের মাঠে সুনামগঞ্জের ৫টি আসনে প্রতিদ্বন্দিতা করবেন ২৯ জন প্রার্থী। আগামীকাল প্রতীক বরাদ্দ শেষে শুরু হবে মূল লড়াই।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো.রাশেদ ইকবার চৌধুরী জানান, চার জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। আগামী কাল আমাদের সম্মেলন কক্ষে প্রতিক বরাদ্দ দেয়া হবে প্রার্থীদের।