সুনামগঞ্জে হাওরে নৌকাডুবি, যুবকের মৃত্যু

সুনামগঞ্জের জামালগঞ্জের পাগনার হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে বিপটু মজুমদার (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুন) ভোররাতে পাগনার হাওরপাড়ের লক্ষ্মীপুর গ্রামের কাছে এ ঘটনা ঘটেছে। নিহত বিপটু মজুমদার জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কামারগাঁও গ্রামের বিধান মজুমদারে ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জামালগঞ্জের লক্ষ্মীপুর বাজার থেকে নেত্রকোণার মোহনগঞ্জের উদ্দেশে নৌকাযোগে মাছ নিয়ে যাচ্ছিলেন বিপটু মজুমদারসহ ২০ থেকে ২৫ জন মাছ ব্যবসায়ী। পথে জামালগঞ্জের পাগনার হাওরের কাশীপুর এবং লক্ষ্মীপুর সংলগ্ন জায়গায় পৌঁছালে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

এ সময় নৌকায় থাকা সবাই সাঁতরে আশপাশের গ্রামে উঠতে পারলেও নৌকার নিচে আটকা পড়ে মারা যান বিপটু মজুমদার। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করেন।

ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার বলেন, মঙ্গলবার (২৮ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টায় মৎস্যজীবীদের একটি দল মোহনগঞ্জের উদ্দেশে মাছ নিয়ে রওনা দিয়েছিল। পথে পাগনার হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে বিপটু মজুমদার মারা যান। এ সময় নৌকায় থাকা অন্যরা সাঁতরে হাওরের পাড়ে উঠে যান।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আবদুন নাসের বলেন, পাগনার হাওরে নৌকা ডুবে বিপটু নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।