দুপুর থেকে একে একে আসতে শুরু করেছিলেন অতিথিরা। উপলক্ষ ছিল শীতের বিকাল ৪ টায় শহরের কালীবাড়ি পৌর মিনি মার্কেটের ৩য় তলায় সুনামগঞ্জ প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন। উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
শীতের বিকালের অনুষ্ঠানের শুরুতেই সুনামগঞ্জ প্রেসক্লাবের ইতিহাস—ঐতিহ্য ও বিভিন্ন বিষয় সম্পর্কে বলেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক ও প্রকাশক পঙ্কজ কান্তি দে ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সদস্য, প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান।
তারা বলেন, সুনামগঞ্জ প্রেসক্লাব ১৯৬৮ সালে গঠিত হয়। তারই ধারাবাহিকতায় আমরা কার্যক্রম পরিচালনা করছি। ২০১০ সালে ক্লাবের নির্বাচন, কমিটির গঠন ও সদস্য অন্তর্ভুক্তি নিয়ে নিজেদের মধ্যে কিছু মনমালিন্য সৃষ্টি হয়। তখন ক্লাবের কিছু সদস্যের প্ররোচনায় আওয়ামী লীগের এক নেত্রীর (সাবেক এমপি) নেতৃত্বে আমাদের উকিলপাড়া’র কার্যালয় দখল হয়ে যায়। তৎকালীন জেলা প্রশাসক জনাব জহির উদ্দিন আহমদ, পৌরসভার তৎকালীন মেয়র আয়ুব বখত জগলুল বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। কিন্তু সেটি আর হয় নি। আমরা ক্লাব দখলদারিত্ব ও এই অন্যায়ের প্রতিবাদে মূলধারার গণমাধ্যম কর্মীরা তখন সেখান থেকে বের হয়ে আসি। অদ্যাবদি পৃথকভাবে আমরা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছি। তারা বলেন, আমরা সততা ও ভদ্রতার সাথে আছি এবং সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে দায়িত্ব পালন করছি।
এরপর আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকরা মেতে উঠেন আড্ডায়। শীতকালে বাংলার প্রতিটি ঘরেই তৈরি হয় নানা স্বাদের পিঠা। সেজন্য আড্ডার সাথে ছিল জলযোগেরও ব্যবস্থা। সাংবাদিকদের ঘরে তৈরি প্রায় বিশ রকমের পিঠাও ছিল। অতিথি সহ সকলেই যার যার পছন্দ অনুযায়ী শীতের পিঠার স্বাদ নেন। শীতের বিকেল খুবই ছোট। দ্রুতই সন্ধ্যা ঘনিয়ে আসে, শেষ হয় অনুষ্ঠান।
এ আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ছাব্বির আহমেদ আকুঞ্জি, বিশিষ্ট আইনজীবী হুমায়ুন মঞ্জুর চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, জেলা জামায়াতের আমির তোফায়েল আহমেদ খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরেনুর আলী, পি.পি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, সদর থানার ওসি আবুল কালাম, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, বিশিষ্ট ক্রীড়া সংগঠক পারভেজ আহমদ চৌধুরী, দেওয়ান ইমদা্দ রেজা চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক ও আইনজীবী আইনুল ইসলাম বাবলু, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল তুহিন, প্রবাসী লেখক—গীতিকার ইশতিয়াক রুপু, লেখক সুখেন্দু সেন, অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, দৈনিক সুনামগঞ্জের খবরের উপদেষ্টা কবি কুমার সৌরভ,সুনামগঞ্জ প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আহমদুজ্জামান চৌধুরী হাসান, জেলা যুবদলের আহবায়ক আবুল মনসুর শওকত, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুনাজ্জির হোসেন সুজন, সুনামগঞ্জ জেলা জজ আদালতের স্পোশাল পি.পি অ্যাডভোকেট আনিসুজ্জাম শামীম, সুনামগঞ্জ জেলা সিপিবির সভাপতি অ্যাডভোকেট এনাম আহমদ, অৗাডভোকেট হুমায়ুন কবীর, কবি—সাংবাদিক নাওশাদ মসরু, বিশিষ্ট ব্যবসায়ী চন্দন রায়, বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুজ্জামান রনি, মানবাধিকার কমীর্ নুরুল হাসান আতাহের, জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী শাহ রুবেল আহমদ সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সুনামগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্যরা উৎসব মুখর পিঠা উৎসবে উপস্থিত ছিলেন। আড্ডা আর আলাপ চারিতা চলে রাত আটটা পর্যন্ত।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার অ্যাডভোকেট এআর জুয়েল ও এনটিভির স্টাফ রিপোর্টার দেওয়ান গিয়াস অনুষ্ঠান সঞ্চালনা করেন।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বললেন, সুনামগঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে সবার আগে সাংবাদিকরা আমাকে সাহায্য করেন। যে কোন তথ্য তারা আমাকে দেন। আপনারা সকলে দায়িত্বশীল সাংবাদিকতা করছেন। সুনামগঞ্জের উন্নয়নে এমন সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেন তিনি। তিনি বলেন, যদি আমাদের কোন সহযোগিতার প্রয়োজন হয়, তাহলে আমরা আপনাদের পাশে সব সময় থাকবো।
সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জ প্রেসক্লাবের অগ্রযাত্রায় সাফল্য কামনা করেন এবং গণমাধ্যম কমীর্দের পাশের থাকার প্রত্যয় ব্যক্ত করেন।