সুনামগঞ্জে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে অধিপরামর্শ সভা

‘স্বাস্থ্য সেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ’ এ শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও ইরার যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মিনি কনফারেন্স হলে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এ অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপপরিচালক) ড. মো. আনিসুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. আশুতোষ সিংহ, সিনিয়র কনসালটেন্ট ডা. বিষ্ণু পদ চন্দ, সিনিয়র কনসালটেন্ট (অর্থ.)ডা. বিপুল চন্দ্র ঘোষ।

জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ফোকাল পার্সন মো. ফয়সল আমহদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডা. জহর লাল দাস,জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের যুব বিষয়ক সম্পাদক মো. সেরুজ্জামান, সদস্য মো. নূরুল হাছান আতাহের, সদর হাসপাতালের সেবা তত্বাবধায়ক মহিবুন নেছা, নার্সিং সুপারভাইজার স্বপ্না রানী দাশ প্রমুখ।

সভায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি শাহজাহান চৌধুরী জানান, জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে কিছু উপকরণ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ কি কি উপকরণ দেয়া যায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরামকে জানালে আমরা এব্যাপারে দ্রুত ব্যাবস্থা নেব।