সুনামগঞ্জে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সংস্থা এফ্যারট্স ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা)’র সম্মেলন কক্ষে বাংলাদেশ হেল্থ ওয়াচের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা স্বাস্থ্য অধিকার ফেরামের সভাপতি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক ও উন্নয়ন সংস্থা ইরা’র নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।
ইরা’র কর্মসূচি সমন্বয়কারি মো. আশিকুর রহমান রহমানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, সংগঠনের সহসভাপতি এমদাদুল হক শাহজাহান, রুনা শাহীন আরা লেইছ, সংগঠনের সদস্য ও সদর উপজেলার পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বক্তব্য রাখেন, নিগার সুলতানা কেয়া।
আরও বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমান, সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ, দেওয়ান তাছাদ্দুক রাজা ইমন, ব্যবসায়ী মো. নূরুল হাসান আতাহের, সৈয়দা ফারহানা ইমা, আলাল উদ্দিন, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারি ফারুক মিয়া, ভারপ্রাপ্ত ফোকাল পার্সন ডা. প্রিয়াংকা চাকমা প্রমুখ।
সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন, বাংলাদেশ হেল্থ ওয়াচ-এর প্রোগ্রাম ম্যানেজার মো. মোরশেদ আলাম এবং তাকে সহযোগিতা করেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রিচার্স এ্যাসোসিয়েটস ডা. উম্মে সৌদা মৌরিন।
সভায় সুনামগঞ্জের স্বাস্থ্যসেবার মানউন্নয়নে আগামী একবছরের পরিকল্পনা প্রনয়ণ করা হয়।