সুনামগঞ্জ পৌর শহরের মধ্যবাজার এলাকায় সাগর চন্দ্র পাল (২৮) নামের এক স্বর্ণকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে সাগরের লাশ দোকানের সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
সাগর জামালগঞ্জ উপজেলার বেহেলি ইউনিয়নের বেহেলি গ্রামের নিখিল চন্দ্র পালের ছেলে। তিনি মধ্যবাজার এলাকার একটি বাসায় সপরিবারে ভাড়া থাকতেন।
স্থানীয়রা জানান, দুই বছর ধরে শহরের মধ্যবাজার এলাকার সুচিত্র স্বর্ণ শিল্পালয়ে চাকরি করে আসছিলেন তিনি। পারিবারিক বিভিন্ন কারণে গেল ৬ মাস আগে মানসিক সমস্যা দেখা দেয় সাগরের। এর জন্য একাধিকবার ডাক্তারের কাছেও নেয়া হয়েছিল তাকে।
সাগরের পরিবার জানায়, দোকানে ঘুমানোর কথা বলে শুক্রবার বেলা ২টার দিকে খাবার খেয়ে বাসা থেকে বের হন তিনি। বিকেলের দিকে দোকানের অন্যান্য কর্মচারীরা দোকানের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ দোকানের ভেতরে প্রবেশ করে সিলিংয়ের কাঠের সাথে সাগরের মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে এর পেছনে কোনো রহস্য আছে কি না তা জানতে কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।