সুনামগঞ্জের সুরমা নদী থেকে ১২ টি ভারতীয় মহিষসহ ৩ জনকে গ্রেফতার করেছে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুরমা নদীর সবজি বাজার সংলগ্ন ঘাট থেকে ১২ ভারতীয় মহিষসহ পাচারের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়। এসময় পাচার কাজে ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়।
পুলিশ জানায়, আটক মহিষের আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ ৪০ হাজার টাকা। এসময় মহিষ চোরাচালনের সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয় তারা হলেন- সুনামগঞ্জ সদরের বেরীগাঁওয়ের হারিছ আলীর পুত্র ইসলাম উদ্দিন (৩০), হালুয়ারগাঁও গ্রামের মজিদ মিয়ার পুত্র মোফাজ্জল হোসেন (১৯)ও একই গ্রামের দানু মিয়ার পুত্র শরীফ হোসেন (১৯)।
এছাড়াও এই চোরাচালানের সাথে জড়িত জজ মিয়া (৩৮), আনোয়ার হোসেন (৩৫), ও কামাল হোসেন (৩৫), নামের তিনজন পালিয়ে যায়। গ্রেফতার আসামীরা প্রাথমিকভাবে মহিষ চোরাচালানের সাথে জড়িত বলে স্বীকার করে এবং জানায় তারা সুনামগঞ্জের দোয়ারাবাজার থানাধীন বোগলা নামক ভারতীয় সীমান্ত হতে চোরাচালানের মাধ্যমে মহিষগুলো বাংলাদেশে নিয়া আসে। অবৈধভাবে মহিষ এনে বোগলাবাজারের ইজারাদার মোঃ রফিক হোসেন এর মাধ্যমে ভুয়া ইজারার কাগজ তৈরি করে বিভিন্ন স্থানে মহিষগুলো বিক্রি করে।
এই বিষয়ে এএসআই(নিঃ) খায়রুল আলম বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন এবং গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়।