সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে সুনামগঞ্জের বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মধ্যে মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ সরকারী কলেজ এবং সুনামগঞ্জ সরকারী মহিলা কলেজে আজ বৃহস্পতিবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দুটি কলেজের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
তথ্যপ্রযুক্তি, ইংরেজি ভাষা ও সাহিত্য, বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং সাধারণ জ্ঞান বিষয়ক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সুষ্ঠুভাবে প্রতিযোগিতা সম্পন্নের পর বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
পৃথক দুটো কলেজে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে সুনামগঞ্জ সরকারী কলেজে প্রধান অতিথি ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রস্তাবিত কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর রজত কান্তি সোম। অন্যদিকে, সরকারী মহিলা কলেজে প্রধান অতিথি ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ। এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূর মোহাম্মদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে এগিয়ে যেতে আন্তঃপ্রাতিষ্ঠানিক যোগাযোগ এবং মতবিনিময়ের কোনো বিকল্প নেই। আজকের শিক্ষার্থীদের ভবিষ্যতের উচ্চ শিক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
বক্তারা, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সিলেট অঞ্চলে উচ্চ শিক্ষার বিস্তারে এ বিশ্ববিদ্যালয় কাজ করছে দীর্ঘদিন যাবত। এতদঞ্চলের মধ্যে সবচেয়ে স্বল্প বেতনে শিক্ষার্থীদের সকল সুবিধা নিশ্চিত করে শিক্ষা প্রদান করছে। তারা বলেন, মেধা যাচাই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজের জ্ঞানকে শাণিত করতে পারে, উদ্ধুদ্ধ হতে পারে নিত্যনতুন জ্ঞান চর্চায়ও। এজন্য সকলকে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে কাজ করতে হবে।
দুটো কলেজে মেধা যাচাই প্রতিযোগিতার সমন্বয় করেন সিএসই বিভাগের প্রধান এম.এ.জি. আসিফ, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাকারিয়া হাবিব, সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক প্রণব কুমার সাহা, প্রভাষক চম্পক কুমার বর্মণ এবং সিএসই বিভাগের প্রভাষক উমর ফারুক জাহাঙ্গীর। এছাড়াও সংশ্লিষ্ট কলেজের শিক্ষকেরাও সার্বিক সহযোগিতা করেন।
অন্যদিকে, সুনামগঞ্জ আদালতে আইনজীবী পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন আইন অনুষদের ডিন মাসুদুল হাসান খান এবং আইন বিভাগের প্রধান হুমায়ুন কবীর।