সুনামগঞ্জে বেলটা’র সেমিনার আগামীকাল

বাংলাদেশ ইংলিশ ল্যাংগুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন (বেলটা), সিলেট চ্যাপ্টারের উদ্যোগে ইংরেজি ভাষা শিক্ষা বিষয়ক এক সেমিনার আগামীকাল শুক্রবার (১০ জুন) সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

শুক্রবার সকাল সাড়ে ৯ টায় ‘ চ্যালেঞ্জেস অব টিচিং ইংলিশ ইন হাওর এরিয়াজ’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক রজত কান্তি সোম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইভা রায়, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম এবং সাবেক অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বেলটা সিলেট চ্যাপ্টার এর কো অর্ডিনেটর এবং সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন দোয়ারাবাজার সোনাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক এবং বেলটার জয়েন্ট সেক্রেটারি এমদাদুল হক মিলন।

সেমিনারে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা হতে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইংরেজি বিষয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত থাকবেন।