সুনমাগঞ্জে বিমানবন্দর নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। আবার নির্বাচিত হলে ছাতক-সুনামগঞ্জ রেললাইন, উড়াল সেতুর পাশাপাশি বিমানবন্দরও হবে বলে জানান তিনি।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে ছাতকের গোবিন্দগঞ্জে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
পরিকল্পনা মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, টেক্সটাইল সহ অনেকগুলো প্রকল্প সুনামগঞ্জ হয়েছে। উড়াল সেতু হবে, আগামীতে ছাতক গোবিন্দগঞ্জ হয়ে রেললাইন সুনামগঞ্জ যাবে। আমার ইচ্ছে যদি আগামীতে আবার নির্বাচিত হতে পারি সুনামগঞ্জ এয়ারপোর্ট হবে। আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের অংশীদার হতে সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় গোবিন্দগঞ্জ বর্জ্য নিষ্কাশনের সুন্দর উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি এবং বর্জ্য নিষ্কাশনের গৃহীত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ ডেভলাপমেন্ট গ্রুপের চেয়ারম্যান আইয়ুব কমর আলী।
দক্ষিণ খুরমা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মিলন মিয়ার সঞ্চালনে আরও বক্তব্য রাখেন- তৈইবুর রহমান, গোবিন্দগঞ্জ ডেভলাপমেন্ট গ্রুপের সহ সভাপতি এস এম চয়ন, গোবিন্দগঞ্জ ডেভলাপমেন্ট গ্রুপের সাধারন সম্পাদক আব্দুল গফফার, গোবিন্দগঞ্জ ডেভলাপমেন্ট গ্রুপের সদস্য সচিব জাহিদ হাসান ডালিম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তজম্মুল হক রিপন, ব্রীজ একাডেমির ৭ম শ্রেণীর ছাত্রী ছুয়া।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মাহবুবুল আলম, ছাতক সার্কেল সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসনাত হোসেন, ছাতক থানার অফিসার ইনচার্জ শাহ আলম, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দীন, শিক্ষক মুস্তাক আহমদ, ব্যাবসায়ী মুহিবুর রহমান, খালেদ্দুজামান, জাহাঙ্গীর আলম প্রমুখ।