সুনামগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

“মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৩” উপলক্ষে বিজিবি’র সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর ব্যবস্থাপনায় মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রবিবার (৩০ জুলাই) এই মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে গত ৯ মাসে বিভিন্ন অভিযানে উদ্ধারকৃত মাদকমব্য ধ্বংস করা হয়। এরমধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন প্রকার মদ-১৭,৭৯৩ বোতল, বিয়ার- ৪২৮ বোতল, গাঁজা- ১৩.৭০০ কেজি, বিভিন্ন প্রকার বিড়ি- ১,০০,৪৩৫ প্যাকেট এবং ইয়াবা ট্যাবলেট- ১৮৭ পিস।

অনুষ্ঠানে বিজিবি’র সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল জি এইচ এম সেলিম হাসান, বিজিবিএম, পিএসসি, জি+, সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মো: মাহবুবুর রহমান, পিবিজিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সুনামগঞ্জ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সুনামগঞ্জ, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের প্রতিনিধি, সুনামগঞ্জ, কোম্পানী কমান্ডার, সিপিসি কোম্পানী-৩ (র‌্যাব-৯), কাস্টমস কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।