সুনামগঞ্জে বন্যা প্রতিরোধে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে আগাম বন্যার আশংকায় হাওরের বোরো ফসলরক্ষা ও বন্যা প্রতিরোধে সুনামগঞ্জে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বিজন কুমার সিংহ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা সফিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আনোয়ার হোসেন।

জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন,আগাম বন্যা প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি রয়েছে। হাওরের ধান কাটা শেষ পর্যায়ে। তবে যে সকল জমিতে এখনও কিছু ধান রয়েছে সেগুলো যাতে বন্যায় নষ্ট না হয় সেজন্য পাকা ধান দ্রুত কাটার জন্য কৃষকদের সচেতন করতে হবে। এ লক্ষ্যে প্রতিটি এলাকায় মাইকিং সহ সব ধরনের প্রচারণা চালানো হবে।

আগাম বন্যা মোকাবেলায় ত্রাণ ও দুযোর্গ কর্মকর্তাকে প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।