সুনামগঞ্জে পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি

সুনামগঞ্জে গত দু’দিনের ভারী বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলের পানিতে যাদুকাটা, চলতি নদীসহ সবকটি নদ-নদীর পানি কয়েক সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এছাড়া সুরমার পানি বিপদসীমার কিছুটা নিচ দিয়ে প্রবাহিত হলেও নদী ফুলে উঠছে।

বৃহস্পতিবার (১৫ জুন) সকাল পর্যন্ত বিপদসীমার ১.০১ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গত ৪৮ ঘণ্টায় ভারতের চেরাপুঞ্জিতে প্রায় ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে হাওরগুলো এখনও পানিশূন্য থাকায় বন্যা হওয়ার আশঙ্কা অনেকটাই কম।

এদিকে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যাদুকাটা নদীর পানি উপচে গতকালই তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের ১০০ মিটার সাবমারসিবল সড়ক ডুবে গেছে। সড়কের উপর দিয়ে হাওরে যাচ্ছে পানি। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে মানুষ চলাচল করছেন।

পাউবোর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, ‘এখন যেহেতু হাওর ফাঁকা আছে সেহেতু ঢলের পানি হাওরের দিকে যাবে। তবে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।’

সিলেট ভয়েস/এএইচএম