সুনামগঞ্জে চতুর্থ শ্রেণির এক শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে বলে জানা যায়। এঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এ শিক্ষার্থী নিজ বাড়ির পাশে ধর্ষণের শিকার হয়। ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং- ৭৫/২৩)।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ইব্রাহীমপুর গ্রামের মিন্নত আলীর পুত্র সাইফুল মিয়া গত শনিবার বাড়ির পাশ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। শিশুটি চিৎকার করলে আশেপাশের লোকজন থানায় খবর দেন। পুলিশ রাতেই সাইফুলকে আটক করে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, শিশুটিকে সুনামগঞ্জ সদর থানায় ভর্তি করা হয়েছে। আটক ধর্ষক সাইফুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।