‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশনাটি বাস্তবায়নে তৃতীয় ও চতুর্থ পর্যায়ে সুনামগঞ্জে আরও ১২১৩টি পরিবারকে জমি ও ঘর প্রদান করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
আজ মঙ্গলবার (২১ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামীকাল বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রীর উপহারগুলো এসব পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে।
লিখিত বক্তব্যে জেলা প্রশাসক জানান, মুজিববর্ষের ১ম পর্যায়ে করোনা মহামারী চলাকালে ৬৩ হাজার ৯৯৯টি পরিবারকে প্রতিশ্রুত দুই শতক জমিসহ ঘর প্রদান করা হয়। দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৩০টি পরিবারকে অনুরূপভাবে গৃহ প্রদান করা হয়। পরবর্তীতে ৩য় পর্যায়ের ১ম ধাপে গত বছরের ২৬ এপ্রিল ৩২ হাজার ৯০৪টি পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়। সর্বশেষ ৩য় পর্যায়ের ২য় ধাপে ৩১ জুলাই ২৬ হাজার ৯০৪টি পরিবারসহ এ পর্যন্ত সর্বমোট ১ লক্ষ ৭৭ হাজার ১০৭টি পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে সুনামগঞ্জ জেলায় ১ম পর্যায়ে ৩৯০৮, ২য় পর্যায়ে ৩৫৮ এবং ৩য় পর্যায়ে দুই ধাপে ১৫৫৫টিসহ মোট ৫৮২১টি পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় জমি ও গৃহ হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, আগামীকাল বুধবার ৩য় পর্যায়ের ৩৯১টি এবং ৪র্থ পর্যায়ের ৮২২টিসহ মোট ১২১৩টি পরিবারকে সুনামগঞ্জ জেলায় জমি ও গৃহ প্রদান করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, বুধবার সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, আরডিসি সাইফুল ইসলাম, সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমেদ তালুকদার, সাংবাদিক জাকির হোসেন, মনোয়ার চৌধুরী প্রমুখ।