সুনামগঞ্জে অতিরিক্ত দামে সবজি বিক্রি করায় জরিমানা

সুনামগঞ্জে চড়া মূল্যে সবজি বিক্রি করায় দুই ব্যবসায়ীকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ সবজির বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন।

তবে বাজারে মাছ, মাংস ও নিত্যপণ্যের বাজারে দাম সহনীয় পর্যায়ে আছে বলে জানিয়েছে ভোক্তা অধিদপ্তর।

সহকারী পরিচালক আল আমিন বলেন, রমজান ও ঈদকে সামনে রেখে আমরা প্রতিনিয়ত বাজার তদারকি করছি। কোনো ব্যবসায়ী অনিয়ম করলে তাকে সঙ্গে সঙ্গে জরিমানা করা হচ্ছে। এখন পর্যন্ত সুনামগঞ্জে বাজার আমাদের নিয়ন্ত্রণে আছে।