সুনামগঞ্জের মধ্যনগরে ৯ টন ভারতীয় চিনিসহ আটক ৭

সুনামগঞ্জের মধ্যনগরে নয় হাজার কেজি নিষিদ্ধ ভারতীয় চিনিসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। এ সময় চিনি পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত স্টীলবডি নৌকা জব্দ করা হয়।

সোমবার (১৭ জুলাই) ভোরে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর গ্রামের ইকরছড়ি খালে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সাউদপাড়া গ্রামের হারুনুর রশিদের ছেলে অপু মিয়া, আন্তরপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে রাজন মিয়া, ভোলাগঞ্জ গ্রামের নুরুল হকের ছেলে কামরুল মিয়া, নবাবপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে শামীম, আব্দুল আলীর ছেলে আরিফ মিয়া, মৃত সুরুজ আলীর ছেলে মনসুর মিয়া ও রাজেন্দ্রপুর গ্রামের আ. আহাদের ছেলে মনিরকে আটক করা হয়।

জানা যায়, সোমবার ভোর সাড়ে চারটার দিকে আটককৃতরা একটি ইঞ্জিন চালিত স্টীলবডি নৌকা দিয়ে ১৮০ বস্তা চিনি পার্শ্ববর্তী নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নিয়ে যাচ্ছিলো। এ সময় মধ্যনগর থানার ওসি জাহিদুল হকের নেতৃত্বে বিশেষ অভিযানের মাধ্যমে ৮ লাখ ১০ হাজার টাকা মূল্য মানের ১৮০ বস্তা (৯টন) চিনি ও নৌকাটি জব্দ করা হয়।

মধ্যনগর থানার ওসি জাহিদুল হক বলেন, এ ব্যাপারে মধ্যনগর থানায় হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।