ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সুনামগঞ্জের চার উপজেলার নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে টানা ভোট গ্রহণ চলে। ধর্মপাশা উপজেলায় শামীম আহমদ মুরাদ, জামালগঞ্জ উপজেলায় রেজাউল করিম শামীম, তাহিরপুর উপজেলায় আফতাব উদ্দিন এবং বিশ্বম্ভরপুর উপজেলায় রফিকুল ইসলাম তালুকদার চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন ।
দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম এ ফলাফলের তথ্য নিশ্চিত করেছেন।
ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আহমদ মুরাদ। ঘোড়া প্রতীক নিয়ে তিনি ১৮ হাজার ৪শ ৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক নাসরিন সুলতানা দিপা বিজয়ী প্রার্থীর চেয়ে ১১ হাজার ৪ শ ৭২ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। দীপা আনারস প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৬২৫ ভোট। এই উপজেলায় ৪৩ কেন্দ্রে ১ লাখ ৬৬৮৫ জন ভোটারের বিপরীতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ৬ জন প্রার্থী।
জামালগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারি নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম। রেজাউল করিম শামীম পেয়েছেন মোটরসাইকেল প্রতীকে ২৯ হাজার ১১১ ভোট। তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা বিএনপির (সদ্য বহিস্কৃত) সভাপতি নূরুল হক আফীন্দি আনারস প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৬৯৮ ভোট। এবং ঘোড়া প্রতীক নিয়ে ১৩ হাজার ৫৩১ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ।
তাহিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন যুবলীগ নেতা আফতাব উদ্দিন।আফতাব উদ্দিন আনারস প্রতীক নিয়ে ৩৬ হাজার ৫শ ১৫ ভোট পেয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাহিরপুর উপজেলা আওয়ামী লীগে সভাপতি আবুল হোসেন পেয়েছেন ২০ হাজার ৬৪০ ভোট।
বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা ধনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার। আনারস প্রতীক নিয়ে রফিকুল ইসলাম পেয়েছেন ১৬ হাজার ১শ ৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার বর্মন ঘোড়া প্রতীকে ১৪ হাজার ৮শ২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।