সুদানের রাজধানী খার্তুমে দেশটির সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আর বহু মানুষ।
রোববার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে কুরো মার্কেট এলাকায় শক্তিশালী এ বিমান হামলা চালানো হয়।
খার্তুম থেকে আল-জাজিরার প্রতিনিধি হিবা মরগান জানিয়েছেন, এ ভয়াবহ ড্রোন হামলাটি সুদানের সেনাবাহিনীর দ্বারা পরিচালিত হয়েছিল। তিনি বলেন, নিহতরা সবাই বেসামরিক কিনা তা স্পষ্ট নয়, তবে যারা আহত হয়েছেন – তাদের জন্য চিকিৎসা সহায়তার একান্ত প্রয়োজন।
সুদানের লোকাল অ্যাসিসটেন্ট কমিটি হামলার ব্যাপারে এক বিবৃতিতে বলেছেন, সকাল ৭টা ১৫ মিনিটে সামরিক বিমান কুরো মার্কেট এলাকায় বোমা হামলা চালায়। কুরো মার্কেট গণহত্যার মৃতের সংখ্যা ৪০ জনে পৌঁছেছে।
গত ১৫ এপ্রিল আধাসামরিক বাহিনী আরএসএফ প্রথম রাজধানী খার্তুমে হামলা চালায়। এ সময় তাদের হামলায় সেনাবাহিনীর অনেক সদস্য হতাহত হন। আরএসএফ রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েও নেয়। এরপর আরএসএফকে খার্তুম থেকে সরিয়ে দিতে নিয়মিত বিমান হামলা চালানো শুরু করে বিমানবাহিনী।
বিভিন্ন সূত্র ও তথ্য অনুযায়ী, ১৫ এপ্রিলের পর থেকে এখন পর্যন্ত ৭ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। তবে স্থানীয়দের আশঙ্কা এ সংখ্যা আরও অনেক বেশি।
সিলেট ভয়েস/এএইচএম