সীতাকুণ্ডের আগুনে ৬৩ জনের চোখ ক্ষতিগ্রস্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণ ও আগুনে ৬৩ জনের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মধ্যে ছয় জনের চোখের সমস্যা গুরুতর।

মঙ্গলবার (৭ জুন) দুপুর ১২টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পরিচালকের দফতরে সংবাদ সম্মেলনে চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘চোখে আঘাত পাওয়া ছয় জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রয়োজন। রয়েছে। তাদের একজনকে দেশের বাইরে পাঠানো হতে পারে।’

উল্লেখ্য, গত ৪ জুন রাত সাড়ে ১০টায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। সংশ্লিষ্টরা জানান, রাতে একটি কনটেইনারে আগুন লাগে। পরে সেটি বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে। এ দুর্ঘটনায় ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।