সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) রাত ৮টায় স্থানীয় একটি অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সদস্য সচিব মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন এবং আওয়ামী লীগ মনোনীত পদপ্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
এছাড়াও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খানও সভায় ফোন কলের মাধ্যমে সংযুক্ত হন।
সভায় নেতৃবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন।
গৃহীত সিদ্ধান্তগুলো হলো :
নির্বাচন পরিচালনার জন্য ইতিপূর্বে গঠিত ৪টি জোন/অঞ্চলের মধ্যে দক্ষিণ সুরমা আঞ্চলিক কমিটিতে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন, পূর্বাঞ্চলে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, মধ্যাঞ্চলে মহানগর আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্তী রনি, পশ্চিমাঞ্চলে মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান দাপ্তরিক দায়িত্ব পালন করবেন।
৪টি জোন/অঞ্চলের আঞ্চলিক দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী নিজ নিজ জোন/অঞ্চলের আওতাধীন ভোট কেন্দ্রের সেন্টার কমিটি গঠনপূর্বক ৪টি জোনের দায়িত্ব প্রাপ্ত সংশ্লিষ্ট দপ্তর, উপ-দপ্তর সম্পাদকের নিকট আগামী ১৪মে ২০২৩ ইং তারিখের মধ্যে জমা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন, মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি।