সিসিক ও গ্রেটার ম্যানচেস্টার কাউন্সিলের মতবিনিময়

সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গ্রেটার ম্যানচেস্টার কাউন্সিলের প্রতিনিধিদের সম্মাননা জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (৭ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ) সন্ধ্যায় সিলেট নগরের একটি অভিজাত একটি হোটেলে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর-কর্মকর্তাদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় গ্রেটার ম্যানচেস্টারেরর প্রতিনিধিদের এ সম্মাননা জানানো হয়।

সভায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, দুই দেশের দুই নাগরিক প্রতিষ্ঠানের সমঝোতার মাধ্যমে নাগরিক সেবা সহজিকরণের লক্ষ্যে অভিজ্ঞতা বিনিময় অব্যাহত রয়েছে। শিক্ষা খ্যাতে ম্যানচেস্টারের যেকোন বিশ্ববিদ্যালয় সিলেটে ক্যাম্পাস করলে সিলেট সিটি কর্পোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে।

সৈয়দ সাইমুম আনজুম ইভানের পরিচালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর এমএম শওকত আমীন তৌহিদ, ডেপুটি লিডার অব অল্ডহাম ও ম্যানচেস্টার বাংলাদেশ পার্টনাশীপের চেয়ারম্যান কাউন্সিলর আব্দুল জব্বার। বক্তব্য রাখেন ম্যানচেস্টারের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ।

উপস্থিত ছিলেন, সিসিকের কাউন্সিলর আজম খান, কাউন্সিলর তৌফিকুল হক হাদী, কাউন্সিলর এবিএম উজ্জ্বল, কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, কাউন্সিলর এসএম শওকত আমীন তৌহিদ, কাউন্সিলর একেএ লায়েক, কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, সংরক্ষিত কাউন্সিলর শাহানা বেগম শানু, সংরক্ষিত কাউন্সিলর রেবেকা সুলতানা, সংরক্ষিত কাউন্সিলর নাজনীন সুলতানা কনা, সংরক্ষিত কাউন্সিলর রেবেকা আক্তার, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সচিব ফাহিমা ইয়াসমীন, সিসিকের বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তাবৃন্দ।