সিসিক-ইউকেবিসিসিআই মতবিনিময় সভা

একটি জনবান্ধব নগর প্রতিষ্ঠায় সিলেট সিটি কর্পোরেশন কাজ করছে। শিক্ষা, পর্যটন ও ব্যবসায় বান্ধব পরিবেশ সৃষ্টিতে সিসিক আন্তরিক। সিলেট সিটি কর্পোরেশনের সাথে ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি-ইউকেবিসিসিআই প্রতিনিধি দলের সাথে মতবিনিময় সভা এসব কথা বলেন বক্তারা।

শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় নগর ভবনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিসিকের প্যানেল মেয়র-১ কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস।

সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ’র সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক।

ইউকেবিসিসিআই’র সভাপতি এম জি মাওলা মিয়া বলেন, সিলেট সিটি কর্পোরেশন ব্যবসাবান্ধব নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রবাসি বিনিয়োগে সিসিকের আরো এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এতে বক্তব্য রাখেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম খান, ইউকেবিসিসিআই’র সভাপতি এম জি মাওলা মিয়া, প্রাক্তন সভাপতি নাজমুল ইসলাম নুরু, প্রাক্তন পরিচালক (আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন) এস আই আজাদ আলী ও পরিচালক (আন্তর্জাতিক ব্যবসা উন্নয়ন্ন) রহিমা মিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, নির্বাহী প্রকৌশলী আব্দুস সোবহান, লাইসেন্স কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কর কর্মকর্তা মো. জামিলুর রহমান, এসেসর আখতার হোসেন সিদ্দীকি, আইটি কনসালটেন্ট মো. সাদাত হোসেন খান প্রমুখ।