সিসিকে ৩ দিনের বিশেষ কোভিড-১৯ টিকা ক্যাম্পেইন

চলমান কোভিড-১৯ টিকা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনে ৩ দিনব্যাপি কোভিড-১৯ টিকার বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করবে। ৫, ৬ ও ৭ ডিসেম্বর সিসিকের ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে টিকাদানের বিশেষ এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

শনিবার (৩ ডিসেম্বর) সিসিকের স্বাস্থ্য বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বিশেষ টিকা ক্যাম্পেইনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ডোজ টিকা প্রদান করা হবে। ৩ দিনব্যাপি এই টিকা প্রদান কার্যক্রমে প্রাপ্যতা অনুযায়ি ১৮ বছর ও তদূর্ধ্ব নাগরিকদের টিকা প্রদান করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিকা গ্রহিতাদের অবশ্যই টিকার কার্ড বা সনদ সঙ্গে আনতে হবে। যদি টিকা কার্ড না থাকে তবে স্বেচ্ছাসেবিদের মাধ্যমে লাইন লিস্টিং করে টিকা দেয়া হবে। টিকা গ্রহিতাগণ পরবর্তিতে সনদ প্রাপ্তির জন্য নিজ দায়িত্বে সুরক্ষা এ্যাপসে নিবন্ধন করতে হবে। সকাল ৯টা থেকে সকল কেন্দ্রে নির্ধারিত তারিখে কোভিড-১৯ এর টিকা ক্যাম্পেইন শুরু হবে।

টিকা দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস অতিক্রান্ত হয়েছে এমন টিকা গ্রহিতাদের মজুদ সাপেক্ষে কোভিড-১৯ টিকা সিনোফার্ম / এ্যাস্ট্রাজেনেকা / ফাইজার তৃতীয় ডোজ প্রদান করা হবে।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সরকারের স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।