সিসিকে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

সারা দেশের মতো নানা কর্মসূচির মধ্যদিয়ে সিলেট সিটি কর্পোরেশনেও পালিত হয়েছে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (৮ অক্টোবর) সকাল ১১ টায় নগর ভবন থেকে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগর ভবনে এসে শেষ হয়। এবারে দিবসটির প্রতিপাদ্য ছিলো- ‘জন্ম-মৃত্যু নিবন্ধন করি, নারিক অধিকার নিশ্চিত করি’।

পরে সিলেট সিটি কর্পোরেশনের সভাকক্ষে জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস এর প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহিমা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সিসিক মেয়র বলেন, শূন্য থেকে ৪৫ দিনের শিশুদের জন্মনিবন্ধন করানোর ব্যাপারে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এছাড়া রোহিঙ্গা জনগোষ্ঠি যাতে জন্ম নিবন্ধন করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে বিধিমতো সতর্কতা অবলম্বন করতে হবে। এক্ষেত্রে সিসিকের ওয়ার্ড সচিবগণ এবং স্বাস্থ্য কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সিসিকের কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, কাউন্সিলর আফতাব হোসেন খান, কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ, সংরক্ষিত কাউন্সিলর মাসুদা সুলতানা সাকি, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ, সিসিকের বিভিন্ন বিভাগ-শাখা কর্মকর্তাগণ এবং ওয়ার্ড সচিববৃন্দ।

প্রসঙ্গত, সিলেট সিটি কর্পোরেশনে এ যাবৎ ৭ লাখ ৭৬ হাজার ৬ শত ৫১ জন নাগরিকের জন্ম নিবন্ধন এবং ৪ হাজার ৩৫ জন নাগরিকের মৃত্যু নিবন্ধন করা হয়েছে।