সিসিকের ধার্যকৃত প্রায় ৫০০ গুণ পর্যন্ত হোল্ডিং ট্যাক্স (গৃহকর) প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ মে) বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে ‘সচেতন সিলেটবাসী’র উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, সিলেট সিটি করপোরেশনের এমন সিদ্ধান্ত নগরবাসীর প্রতি জুলুম। এর ফলে নগরে বাসা ভাড়া বাড়বে। মানুষের জীবন-জীবিকার উপর পড়বে নেতিবাচক প্রভাব। এতে সিলেটের সামাজিক অঙ্গনে চরম অস্থিরতা সৃষ্টি করতে পারে।
বিশিষ্ট শিক্ষাবিদ ও সচেতন সিলেটবাসীর আহবায়ক লে. কর্ণেল (অব.) সৈয়দ আলী আহমদের সভাপতিত্বে ও সিলেট জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সিলেটের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. আলীম উদ্দীন, বিশিষ্ট আলেম অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল আলম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট সলমান উদ্দীন, সিনিয়র আইনজীবী আব্দুল ওয়াদুদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সমাজবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজীম উদ্দীন প্রমুখ।
সভাপতির বক্তব্যে শিক্ষাবিদ লে. কর্ণেল (অব.) সৈয়দ আলী আহমদ বলেন, ‘নগরজুড়ে এখনো মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেদিকে সিটি করপোরেশনের নজর নেই। অথচ হোল্ডিং ট্যাক্স এক লাফে ৫০০ গুণ বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে উস্কে দেয়া হয়েছে। গোটা নগরবাসী সিটি কর্পোরেশনের এমন সিদ্ধান্তে বিক্ষোভে ফেটে পড়ছে।‘
অবিলম্বে বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহার করে নাগরিক সেবার মান বাড়াতে সিটি কর্পোরেশনকে কার্যকর উদ্যোগ নেবার আহবান জানান বক্তারা।