সিসিকের সহ. প্রকৌশলীর মাতৃবিয়োগে মেয়র আরিফের শোক

বৃহত্তর পাঠানটুলা পনিটুলা এলাকার ৬৪ পল্লবী নিবাসী সাবেক বিটিসিএল কর্মকর্তা ও জকিগঞ্জের ওয়াজেদ আলী মজুমদার উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা মো. খলিলুর রহমানের স্ত্রী মোছাম্মাৎ মনোয়ারা খানমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এক শোক বার্তায় মেয়র আরিফুল হক চৌধুরী মরহুমার আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

এর আগে মোছাম্মাৎ মনোয়ারা খানম গত ২৭ জুন ২০২২ ইং বিকাল ৪.৫৫ মিনিটে কিডনিজনিত অসুস্থতায় মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি চার পুত্র ও তিন কন্যাসহ নাতি-নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর বড় ছেলে মো. ইসমাইলুর রহমান সিলেট সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন। দ্বিতীয় ছেলে ইমলাকুর রহমান আমেরিকা প্রবাসি, তৃতীয় ছেলে এখলাছুর রহমান ইউনিয়ন পরিষদ সচিব ও চতুর্থ ছেলে হাফিজুর রহমান পূবালী ব্যাংকে কর্মরত রয়েছেন।

একইসাথে তিন মেয়েও তাদের স্ব স্ব কর্মক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখছেন।