সিলেট-৬ : নাহিদেই ভরসা শেখ হাসিনার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) নির্বাচনী আসন থেকে এবারো ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ৩০০ আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিকে গতকাল শনিবার রাত থেকে গুজন উঠে এবারো সিলেট-৬ আসনে নৌকার মাঝি নুরুল ইসলাম নাহিদ। ঠিক যেন তেমনটাই সত্য হলো। তবে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার দৌড়ে শক্ত অবস্থানে ছিলেন কানাডা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সরওয়ার হোসেন।

গত ২০১৮ সালের নির্বাচনেও নুরুল ইসলাম নাহিদের শক্ত প্রতিপক্ষ ছিলেন সরওয়ার হোসেন। সেবারও সরওয়ার হোসেন আওয়ামী লীগের মনোনয়ন পাননি। এবারো মনোনয়ন বঞ্চিত হলেন সরওয়ার হোসেন। এতে বুঝাই যাচ্ছে বর্ষিয়ান রাজনীতিবিদ নুরুল ইসলাম নাহিদেই ভরসা রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, নুরুল ইসলাম নাহিদ ছাড়াও সিলেট-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন আরও ১৪ জন। আওয়ামী লীগের মনোনয়ন পেতে তারা মনোনয়ন ফরম কিনে জমা দেন। তারা হলেন- কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সরওয়ার হোসেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির চৌধুরী শাফি, গোলাপগঞ্জ পৌরসভার প্রতিষ্ঠাতা সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ফখর উদ্দিন আলী আহমদ, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ছাত্রনেতা মো. জাকির হোসেন, আফসার খান সাদেক, মোহাম্মদ আবুল কালাম চৌধুরী, জুলিয়ান চৌধুরী রাহী, সামছুল ইসলাম বাচ্চু, আবুল কালাম মোহাম্মদ, শামসুজ্জামান, মো. মোদাব্বির হোসেন।