সিলেট হবে দৃষ্টিনন্দন-স্মার্ট নগরী: আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী নগরীর ১০নং ওয়ার্ডে মতবিনিময় সভা করেছেন।

গত বুধবার (১৭ মে) রাতে নগরীর ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, এলাকার অবকাঠামো ও আর্থ-সামাজিক উন্নয়ন করতে চাইলে নৌকায় ভোট দিন। নৌকা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই নৌকার ছায়াতলে এসে সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়নের অংশীদার হন।আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। সিলেট সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মেয়র না থাকা সত্ত্বেও নগরীর উন্নয়নে বিএনপির মেয়র আরিফুল হক চৌধুরীকে কোটি কোটি টাকা দিয়েছেন। কিন্তু তিনি সেই টাকা দিয়ে নগরীর কি কি উন্নয়ন করেছেন তা আপনারাই ভালো জানেন।

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, সবাই মিলে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করুন। নৌকা উন্নয়নের প্রতীক।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, ঐক্যবদ্ধ থাকলে নৌকার বিজয় কেউ টেকাতে পারবে না। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদটি এবার আমাদের পুনরুদ্ধার করতেই হবে। সেজন্য প্রধানমন্ত্রী যোগ্য প্রার্থীই দিয়েছেন আমাদের। এখন বিজয় উপহার দেয়াটা আমাদের পালা।তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার জয় নিশ্চিতে কাজ করার আহ্বান জানান।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান বলেন, অ-পরিকল্পিত উন্নয়নের কারনে অল্প বৃষ্টিতেই নগরী তলীয়ে যায়। বিভিন্ন ওয়ার্ডের রাস্তার বেহাল দশা। নগরবাসীর দূর্ভোগের শেষ নেই। তাই নগরীর উন্নয়নে আগামী ২১ জুনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিজয়ী করতে হবে। আনোয়ারুজ্জামানকে বিজয়ী করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছেন।

মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আমি নির্বাচিত হলে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে একটি স্মার্ট নগরী উপহার দিবো। দেশের মধ্যে সিলেটই হবে সবচেয়ে দৃষ্টিনন্দন, স্মার্ট এবং বাসযোগ্য নগরী।

সভায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন সাহাবুলের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোবাশ্বীর আলী ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সুরুজ আলীর যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সদস্য আতিকুর রহমান সুহেদ, শহিদুর রহমান চৌধুরী জাবেদ, আফজালুর রহমান চৌধুরী ,ছলেমা বেগম, মফিজুর রহমান লিলু মাসুক আহমদ, কাউন্সিলার তারেক আহমদ তাজ, কাওসার আহমদ, মাহমুদা বেগম শিউলি, জাহাঙ্গীর আলম, হুসাই মোহাম্মদ সাগর, সাহেদ আহমদ, শামীম খান, সুহেল আহমদ, লোকমান আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সিলেট ভয়েস/এএইচএম