সিলেট নগরীসহ জেলায় বসবে ৫১টি পশুর হাট

ঈদুল আজহাকে সামনে রেখে সিলেট সিটি কর্পোরেশন এলাকাসহ জেলার অস্থায়ী পশুর হাটের তালিকা প্রকাশ করেছে জেলা প্রশাসন। শনিবার (২ জুলাই) সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

সিটি কর্পোরেশন এলাকাসহ জেলার ৯টি উপজেলার অনুমোদিত অস্থায়ী হাটের তালিকা প্রকাশ করা হয়েছে। এবার সিটি কর্পোরেশনের ৬টি ওয়ার্ডসহ বিভিন্ন উপজেলার ৩২টি ইউনিয়নে অনুমোদিত অস্থায়ী পশুর হাট বসবে ৫১টি।

তালিকায় সিটি কর্পোরেশন এলাকায় অনুমোদিত অস্থায়ী হাটের মধ্যে রয়েছে- দক্ষিণ সুরমার কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের অব্যবহৃত জায়গা, চৌকিদেখী পয়েন্ট সংলগ্ন খালি জায়গা, ঝালোপাড়া মসজিদ সংলগ্ন খালি জায়গা, মদিনা মার্কেটের নবাবী মসজিদ সংলগ্ন খালি জায়গা, নতুন টুকেরবাজার এবং আব্দুল লতিফ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালি জায়গা।

উপজেলা পর্যায়ে হাটের তালিকা :

সিলেট সদর উপজেলা : জালালাবাদ ইউনিয়নের ইসলামগঞ্জ সংলগ্ন মাঠ ও কান্দিগাঁও ইউনিয়নের বলাউড়া বাজার।

কোম্পানীগঞ্জ উপজেলা : পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়াবাজারের পার্শ্ববর্তী অস্থায়ী পশুর হাট, ভোলাগঞ্জ অস্থায়ী পশুর হাট, ভোলাগঞ্জ মাদ্রাসা মাঠ, পূর্ব ইসলামপুর ইউনিয়নের রাজনগর নতুন বাজার অস্থায়ী পশুর হাটও উত্তর রণিখাই ইউনিয়নের আদর্শ চরার বাজার পার্শ্ববর্তী অস্থায়ী পশুর হাট।

বিশ্বনাথ উপজেলা : খাজাঞ্চি ইউনিয়নে মুফতির বাজার, প্রীতিগঞ্জ বাজার, অলংকারী ইউনিয়নের টেংরা বটেরতল বাজার, রামপাশা ইউনিয়নের রামপাশা নয়াবাজার, পিচের মুখ বাজার, আশুগঞ্জ বাজার, দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ বাজারের মাঠ, বিশ্বনাথ ইউনিয়নের নাজির বাজারের পশ্চিমের মাঠ, দেওকলস ইউনিয়নের বাগিচা বাজার ও দশঘর ইউনিয়নের মিয়ার বাজার।

গোয়াইনঘাট উপজেলা : পূর্ব জাফলং ইউনিয়নের পূর্ব জাফলং ইউনিয়ন কমপ্লেক্স মাঠ ও ফতেপুর ইউনিয়নের বিন্নাকান্দি বাজার,

জকিগঞ্জ উপজেলা : বরহাল ইউনিয়নের শাহবাগ ক্বাসিমূল উলুম মাদ্রাসা পয়েন্ট, কাজলসার ইউনিয়নের রতনগঞ্জের গোলাম মোস্তফা চৌধুরী একাডেমী স্কুল ও কলেজ পয়েন্ট, আটগ্রাম লুৎফুর রহমান স্কুল অ্যান্ড কলেজ পয়েন্ট, বারঠাকুর ইউনিয়নের শরীফগঞ্জের চাপঘাট সুন্নী দাখিল মাদ্রাসা পয়েন্ট, সোনাসার স্টেশন, কসকনকপুর ইউনিয়নের ইউনিয়ন অফিস পয়েন্ট ও ওয়াজেদ আলী মজুমদার উচ্চবিদ্যালয় পয়েন্ট, মুনশীপাড়া।

বালাগঞ্জ উপজেলা : দেওয়ানবাজার ইউনিয়নের আজিজপুর বাজার, মুরার বাজার, বালাগঞ্জ ইউনিয়নের বালাগঞ্জ বাজার, বোয়ালজুর ইউনিয়নের কালিবাড়ী বাজার, বোয়ালজুর বাজার, পূর্ব পৈলনপুর ইউনিয়নের কুশিয়ারা বাজার, হামছাপুর বাজার ও পূর্ব গৌরিপুর ইউনিয়নের পূর্ব গৌরিপুর উচ্চবিদ্যালয় মাঠ।

বিয়ানীবাজার উপজেলা : বিয়ানীবাজার পেরৈসভার পিএইচজি সরকারি স্কুল মাঠ, মুরাগঞ্জ বাজার, সুপাতলা, বিয়ানীবাজার, চারখাই ইউনিয়নের চারখাই বাজার সংলগ্ন মাঠ, তিলপাড়া ইউনিয়নের আছিরগঞ্জ বাজার সংলগ্ন মাঠ, মুড়িয়া ইউনিয়নের সারপার বাজার, ওহাব আলী মার্কেট সংলগ্ন মাঠ, মাথিউরা ইউনিয়নের ভাটার বাজার, মাথিউরা ঈদগাহ বাজার ও নাল্বহর বাজার।

গোলাপগঞ্জ উপজেলা : গোলাপগঞ্জ পৌরসভার মোহাম্মদ চৌধুরী একাডেমি মাঠ ও ঢাকা দক্ষিণ ইউনিয়নের দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসা মাঠ।

ওসমানীনগর উপজেলা : উছমানপুর ইউনিয়নের ময়না বাজার।