সিলেট সরকারি শিশু পরিবারের বসন্তবরণ ও পিঠা উৎসব

সিলেট সরকারি শিশু পরিবারের (বালিকা) বর্ণাঢ্য আয়োজনে বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় নগরীর রায়নগরে এই বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা সমাজ কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাসের সভাপতিত্বে প্রধান অতিতির বক্তব্য রাখেন, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সালমা সুলতানা, সাধারণ সম্পাদক হেলেনা আহমদ, বিশিষ্ট সমাজসেবী সালমা বাসিত, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সফিউল আলম জুয়েল।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মিঠু দাস জয়, ছোটমনি নিবাসের ব্যবস্থাপনা কমিটির সদস্য নাজনীন হোসেন, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নাজিম উদ্দিন, সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক, বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের সহকারী এস এম মোক্তার হোসেন, কাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মিমতাউল হোসেন সুইট, প্রধান শিক্ষক আব্দুল খালিক, সমাজসেবী মনির হোসেন চৌধুরী।

বর্ণাঢ্য এ আয়োজনে বাঙালির ইতিহাস-ঐতিহ্য ও কৃষ্টি-কালচার তুলে ধরার পাশাপাশি শিশু পরিবারের সদস্যরা তাদের সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দর্শকদের মাঝে মুগ্ধতা ছড়ান।