সিলেট সরকারি টিটি কলেজে চলছে ১৮তম ইন্ডাকশন ট্রেইনিং কোর্স

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমীর (নায়েম) সহযোগিতায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট এ নন-ক্যাডার সরকারি কলেজ শিক্ষক-শিক্ষিকার জন্য ১৮তম ইন্ডাকশন ট্রেনিং কোর্স চলছে। ৪৫ দিন ব্যাপি ওই কোর্স শুরু হয়েছে ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে এবং শেষ হবে আগামী ৩১ অক্টোবর ২০২৪ তারিখে।

কোর্সের আজকের (১৪ অক্টোবর) সেশনে ক্লাস নিয়েছেন শিক্ষা সহায়তা ট্রাস্টের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. ফরহাদ সিদ্দিক। এছাড়াও মোট ত্রিশজনের অধিক ট্রেইনারদের সমন্বয়ে এই কোর্স সম্পন্ন হবে।

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেটের অধ্যক্ষ প্রফেসর আব্দুল সাজিদ বলেন, ‘পূর্বে এই ট্রেনিংটা ঢাকায় গিয়ে করতে হতো। সেজন্য অনেকে এই ট্রেনিং থেকে বঞ্চিত হতেন। এখন সিলেট বসেই এটি সম্ভব হচ্ছে। অভিজ্ঞ ট্রেইনারের মাধ্যমে নিজ শহরে এরকম ট্রেনিংয়ে যাঁরা অংশগ্রহণ করেন চাকুরী জীবনে তাঁরা ভালো কিছু করতে পারেন।

৪৫ দিনের ইন্ডাকশন ট্রেনিংয়ে সিলেট বিভাগের বিভিন্ন কলেজের নন-ক্যাডার শিক্ষকগণ অংশগ্রহণ করেছেন এবং সবাই অত্যন্ত আগ্রহের সাথে কোর্স করছেন।