সিলেট সরকারি কলেজে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

পূবালী ব্যাংক পিএলসি’র দেশব্যাপী চলমান ‘বৃক্ষরোপন কর্মসূচি’র অংশ হিসেবে সিলেট সরকারি কলেজ প্রাঙ্গনে অনুরূপ কর্মসুচি পালিত হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) সকালে ব্যাংকের সিলেট শাখার উদ্যোগে এই কর্মসূচিতে সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এজেডএম মাঈনুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিস প্রধান ও মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান, ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. ফজলুল কবির চৌধুরী, সিলেট পশ্চিমাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. মোশাহিদুল্লাহ ও সিলেট শাখার সহকারী মহা-ব্যবস্থাপক প্রদ্যোৎ কান্তি দাশ। কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাংগনে বিভিন্ন দেশীয় প্রজাতির ফলদ, বনজ, ঔষধিসহ দু’শতাধিক গাছের চারা রোপণ করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে, প্রফেসর এজেডএম মাঈনুল হোসেন বলেন, পরিবেশ প্রকৃতির শুদ্ধতা ও সজিবতা ধরে রাখতে বৃক্ষরোপনের কোন বিকল্প নেই। অপ্রয়োজনে বৃক্ষ নিধন বন্ধ করার পাশাপাশি নতুন নতুন পরিবেশ বান্ধব গাছ লাগাতে হবে। তিনি পূবালী ব্যাংকের এই বৃক্ষরোপণ কর্মসূচির ভূয়সী প্রশংসা করে বলেন, এমন ছোট ছোট ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ পরিবেশ বিপর্যয়ের হাত থেকে জাতিকে রক্ষা করতে সচেষ্ট।

বিশেষ অতিথির বক্তব্যে, পূবালী ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিস প্রধান ও মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেন, পূবালী ব্যাংক দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখার পাশাপাশি দেশব্যাপী নানা সিএসআর কার্যক্রমও পরিচালনা করছে, বৃক্ষরোপণ এরই অংশ। তিনি ভবিষ্যতেও অনুরূপ কার্যক্রম অব্যহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক শাহ তামান্না সিদ্দিক, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শাহানারা পারভীন, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হালিমা আক্তার ও মো. ফরিদ মিয়া, অর্থনীতি বিভাগের প্রভাষক সোহেল রানা, ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক নাজির আহম্মদ, রসায়ন বিভাগের প্রভাষক তাপস সূত্রধর, শরীরচর্চা শিক্ষক আলী ওমর ফারুক, পূবালী ব্যাংক শাহী ঈদগাহ শাখার ব্যবস্থাপক মোছা. কাজী মাহবুবা, চৌকিদেখী শাখার ব্যবস্থাপক বিনায়ক চক্রবর্তী প্রমুখ।