সিলেট রেঞ্জে অতিরিক্ত ডিআইজি হিসেবে নাবিলা জাফরীন রীনার নাম প্রস্তাব

ঢাকা রেঞ্জের পুলিশ সুপার বেগম নাবিলা জাফরীন রীনাকে সিলেট রেঞ্জে অতিরিক্ত ডিআইজি হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে। পুলিশে বড় ধরনের পদোন্নতির পর এবার পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পদায়ন ও বদলির প্রক্রিয়া শুরু হয়েছে। এর‌ই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। ফাইলে প্রধানমন্ত্রীর স‌ই হলেই প্রজ্ঞাপন জারি করা হবে।

সদ্য পদোন্নতিপ্রাপ্ত এসপি থেকে অ্যাডিশনাল ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে তাদের পদায়ন ও বদলির সুপারিশ করা হয়েছে।

পদায়নকৃত কর্মকর্তাদের কয়েকজনের সঙ্গে আলাপকালে তারা জানান, প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে তারা অফিসিয়ালি একটি চিঠি পাবেন। এরপর‌ই কর্মস্থলে যোগ দেবেন।

ঢাকা রেঞ্জের এক কর্মকর্তা বলেন, দায়িত্ব বেড়ে গেল। এসপি হিসেবে চেষ্টা করেছি জেলার আইনশৃঙ্খলা রক্ষাসহ অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে। এখন দায়িত্ব আরও বেড়ে গেল। রাষ্ট্র যে লক্ষ্য নিয়ে আমাদের এই সুযোগ করে দিয়েছে, আমরা যেন তা পালন করতে পারি, সেজন্য সবার সহযোগিতা দরকার। জনগণের সেবাই হোক আমাদের ব্রত।

ঢাকা রেঞ্জ:

ঢাকা রেঞ্জে অতিরিক্ত ডিআইজি হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে বিপ্লব কুমার সরকারের, তিনি এখন ডিএমপির উপ-কমিশনার হিসেবে কর্মরত।

ঢাকা রেঞ্জে মো. মাশরুকুর রহমান খালেদকে অতিরিক্ত ডিআইজি হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে। তিনি এখন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডির পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খানকে ঢাকা রেঞ্জে অতিরিক্ত ডিআইজি হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ:

পিবিআই ফরিদপুরের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানকে চট্টগ্রাম রেঞ্জে অতিরিক্ত ডিআইজি হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে।

রাজশাহী রেঞ্জ:

ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, কুমিল্লার কমান্ড্যান্ট নরেশ চাকমাকে রাজশাহী রেঞ্জে অতিরিক্ত ডিআইজি হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার মো. রশীদুল হাসানকে রাজশাহী রেঞ্জে অতিরিক্ত ডিআইজি হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার মুহাম্মদ সাইফুল ইসলামকে রাজশাহী রেঞ্জে অতিরিক্ত ডিআইজি হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে।

রংপুর রেঞ্জ:

এ এফ এম আনজুমান কালামকে রংপুর রেঞ্জে অতিরিক্ত ডিআইজি হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে। তিনি এখন রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার হিসেবে কর্মরত।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডির পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে রংপুর রেঞ্জে অতিরিক্ত ডিআইজি হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রাশিদুল হককে রংপুর রেঞ্জে অতিরিক্ত ডিআইজি হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে।

খুলনা রেঞ্জ:

পিবিআই, ঢাকার পুলিশ সুপার মো. ইকবালকে খুলনা রেঞ্জে অতিরিক্ত ডিআইজি হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে।

ডিএমপির উপ কমিশনার মো. নিজামুল হক মোল্যাকে খুলনা রেঞ্জে অতিরিক্ত ডিআইজি হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে।

পিবিআইয়ের পুলিশ সুপার মো. আতিকুর রহমান মিয়াকে খুলনা রেঞ্জে অতিরিক্ত ডিআইজি হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে।

বরিশাল রেঞ্জ:

পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহকে বরিশাল রেঞ্জে অতিরিক্ত ডিআইজি হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার মো. ফারুক উল হককে বরিশাল রেঞ্জে অতিরিক্ত ডিআইজি হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে।

সিলেট রেঞ্জ:

ঢাকা রেঞ্জের পুলিশ সুপার বেগম নাবিলা জাফরীন রীনাকে সিলেট রেঞ্জে অতিরিক্ত ডিআইজি হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে।

ময়মনসিংহ রেঞ্জ:

লালমনিরহাট জেলা পুলিশ সুপার বেগম আবিদা সুলতানাকে ময়মনসিংহ রেঞ্জে অতিরিক্ত ডিআইজি হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে।