সিলেট মাতৃমঙ্গল হাসপাতালে এ্যাম্বুলেন্স ও নার্সিং কলেজে বাস উপহার দিল রেড ক্রিসেন্ট

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর হতে প্রাপ্ত সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের জন্য এ্যাম্বুলেন্স এবং সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের জন্য বাস গাড়ি হস্তান্তর অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল মিলনায়তনে সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা: মো: নুরুল আলম খানের সভাপতিত্বে ও যুব রেড ক্রিসেন্টের যুব প্রবীন চৌধুরী লাবিব ইয়াসিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার মো: আমিনুল ইসলাম। বক্তব্যে বলেন, বৈষম্যহীন সভা প্রদানে অন্যান্য ভূমিকা রাখবে রেড ক্রিসেন্ট। রেড ক্রিসেন্টের ভূমিকা এবং মানবিক কার্যক্রমের গুরুত্ব তুলে তিনি আরো বলেন, রেড ক্রিসেন্ট একটি আন্তর্জাতিক মানবিক সংগঠন যা বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়, যুদ্ধ, অথবা জরুরি অবস্থায় আক্রান্ত জনগণের সাহায্যে কাজ করে। এর মূল লক্ষ্য হল বৈষম্যহীনভাবে সব মানুষের কাছে জরুরি সহায়তা পৌঁছানো, যেখানে জাতি, ধর্ম, ভাষা বা অন্য কোনো পরিচয়ের ভিত্তিতে কোনো বৈষম্য করা হয় না। রেড ক্রিসেন্ট বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে, যেমন চিকিৎসা সেবা, খাদ্য সহায়তা, আশ্রয় প্রদান, এবং দুর্যোগ ব্যবস্থাপনা, সব কিছুই তারা সম্পূর্ণভাবে মানবতার আদর্শে ভিত্তি করে করে থাকে। এই ধরনের উদ্যোগ সমাজের প্রতি তাদের গভীর দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের প্রতিফলন। আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন সিলেট রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল অফিসার ও সহকারী পরিচালক মো: মিজানুর রহমান।

অনুষ্ঠানে সিনিয়র কনসালটেন্ট ডা: উম্মে খায়ের খাদিজাতুল হুমাউরাসহ হাসপাতাল, রক্ত কেন্দ্র, নার্সিং কলেজ, পিপিপি প্রজেক্ট ও রেজিলিয়েন্স প্রজেক্টের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা পূর্বে সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের জন্য এ্যাম্বুলেন্স এবং সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের বাসের চাবি হস্তান্তর ও ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার মোহাম্মদ আমিনুল ইসলাম।