সিলেট মহানগর আ.লীগের পরামর্শ সভা

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত ৪ মার্চ ওয়ার্ডে ওয়ার্ডে শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে সিলেট মহানগর আওয়ামী লীগের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় তালতলাস্থ গুলশান সেন্টারে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনের পরিচালনায় মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের মতামত ব্যক্ত করেন। সভায় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আগামী ৪ মার্চ বিকেল সাড়ে ৩টায় প্রত্যেকটি ওয়ার্ডের নির্ধারিত স্থানে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জি এম জেড কয়েছ গাজী, অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো. সানাওর, জগদীশ চন্দ্র দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল, বিধান কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজাহার উদ্দিন জাহাঙ্গীর, মহিলা বিষয়ক সম্পাদক আসমা বেগম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, মহানগর আওয়ামী লীগের সদস্য আব্দুল আহাদ চৌধুরী মিরন, মো. আব্দুল আজিম জুনেল, মুক্তার খান, রাহাত তরফদার, এমরুল হাসান, সৈয়দ কামাল, রোকসানা পারভীন, জাফর আহমদ চৌধুরী, জামাল আহমদ চৌধুরী, খলিল আহমদ, আবুল মহসিন চৌধুরী মাসুদ, অ্যাডভোকেট তারাননুম চৌধুরী, জুমাদিন আহমেদ, ইলিয়াছ আহমেদ জুয়েল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুফতি আব্দুল খাবির, গৌসুল আলম, আব্দুর রব হাজারী, জুনু মিয়া, আব্দুল হামিদ, মুহিবুর রহমান ছাবু, মো. ছিদ্দেক আলী, কামাল আহমদ, সালউদ্দিন বক্স সালাই, রোকন আহমদ, আক্তার হোসেন, সাজোয়ান আহমদ, দিলোয়ার হোসেন রাজা, ইসমাইল মাহমুদ সুজন, ফয়সল আক্তার ছোবহানী, সাধারণ সম্পাদ সৈয়দ আনোয়ারুস সাদাত, সোয়েব বাসিত, জাহিদুল হোসেন মাসুদ, নজরুল ইসলাম নজু, অ্যাডভোকেট মোস্তফা দিলোয়ার আজহার, শেখ সুরুজ আলম, মো. বদরুল ইসলাম বদরু, মানিক মিয়া, চন্দন রায়, অ্যাডভোকেট বিজয় কুমার দেব বুলু, ফকরুল ইসলাম আলকাছ, মইনুল ইসলাম মঈন, ফজলে রাব্বি মাসুম, শেখ সোহেল আহমদ কবির, জাবেদ আহমদ, সেলিম আহমদ সেমিম, বদরুল ইসলাম ও গুলজার আহমদ জগলু।