সিলেট বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ৯ জুলাই তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জুন) বিকালে জিন্দাবাজারস্থ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মিফতাহুল কবীর মিফতা, সদস্য সচিব শাকিল মুর্শেদ, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জি এম মুক্তাদির রাজু, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, হবিগঞ্জ জেলা সভাপতি আব্দস সহিদ, সাধারণ সম্পাদক সৈয়দ মুসফিক আহমেদ।

সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সামছুজ্জামান জামান, সাধারণ সম্পাদক মো. মনজ্জির আলী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, আব্দুল মুনিম, আলী নুরুল হুদা দিপু, সৈয়দ সারয়ার রেজা, আব্দুর রউফ, এমদাদ বক্স, মহানগর যুগ্ম আহ্বায়ক, আব্দুল হাশিম জাকারিয়া, রুনু আহমদ, জেলার যুগ্ম আহ্বায়ক, টিটন মল্লিক প্রমুখ।