সিলেট বিভাগীয় জাসাস’র কর্মী সভা

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাসাস জাতীয় নির্বাহী কমিটির আহবায়ক চিত্রনায়ক হেলাল খান বলেছেন, ‘শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করছেন। স্বৈরাচার শেখ হাসিনা পতনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে জাসাসের নেতাকর্মীরা। জাসাসের নেতাকর্মীরা চাঁদাবাজি, সন্ত্রাসী করে না। তারা সামাজিক উন্নয়নে জন্য নিরলনভাবে কাজ করে যাচ্ছে।’

তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

তিনি শনিবার (২৬ অক্টোবর) বিকেলে নগরীর দরগাহ গেইটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সিলেট বিভাগীয় জাসাসের উদ্যোগে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জাসাস জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকনের সভাপতিত্বে ও সিলেট জেলা জাসাসের সদস্য সচিব রায়হান হোসেন খাঁন এবং মহানগর জাসাসের সদস্য সচিব রাসেল আহমদ রানা এর যৌথ পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাসাস জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক জাবেদ আহমেদ কিসলু, ইঞ্জিনিয়ার জাকির হোসেন ও জামাল উদ্দিন নাসির, সদস্য শিহাব খান, মিজানুর রহমান মিজান, সায়মন তারিক, ইউরোপ জাসাসের সমন্বয়ক ইকবাল হোসেন।

কর্মী সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা জাসাসের আহ্বায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সিলেট মহানগর জাসাসের আহ্বায়ক তাজ উদ্দিন মাসুম, সুনামগঞ্জ জেলা জাসাসের আহ্বায়ক অধ্যক্ষ শেরগুল আহমদ, হবিগঞ্জ জেলা জাসাসের আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা জাসাসের আহ্বায়ক শামসুল ইসলাম রাসেল, সিলেট জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আহমদ রানু, হবিগঞ্জ জেলা জাসাসের সদস্য সচিব আলী হোসেন সোহাগ, সুনামগঞ্জ জেলা জাসাসের সদস্য সচিব মনজ্জির হোসেন সুজন, মৌলভী বাজার জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মাকসুদ আহমদ, সিলেট মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন বিপুল, মোহাম্মাদ শাহ্জাহান চৌধুরী, হারুনুর রশিদ, লিটন আহমদ, ফিরোজ আহমদ, দেলওয়ার হোসেন রানা, সিরাজুল ইসলাম সিরাজ, খায়রুল ইসলাম সবুজ, রফিকুল বারী রোমান, ফয়সল আহমদ ও রুজিনা বেগম, সিলেট জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম, জহির চৌধুরী, সাঈদ মেহেদী সাদী, সিএম আরিফ আব্দুল্লাহ, সাজন আহমেদ, মুজিবুর রহমান, খলিলুর রহমান, তসির আলী ও আমীর হোসেন, বিয়ানীবাজার জাসাস রাহেল আহমদ ও স্বপন আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মাদ তাওহীদ জাহান চৌধুরী। কর্মী সমাবেশ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।