সিলেট নগর থেকে ৩৫ লাখ টাকার চিনি জব্দ, ২ জন গ্রেপ্তার

সিলেট নগরীর সুবিদবাজার থেকে ৫৯৫ বস্তা ভারতীয় চিনি (২৯ হাজার ১৫৫ কেজি) উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। যার বাজারমূল্য প্রায় ৩৪ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা।

এসময় চোরাচালানিতে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি চোরাচালান পণ্য পরিবহণের দায়ে দুটি ট্রাক জব্দ করেছে পুলিশ।

শনিবার (০৯ মার্চ) ভোরে উপ-পুলিশ কমিশনার (ডিবি) এর দিক নির্দেশনায় মহানগর গোয়েন্দা বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিনির এই বিশাল চালান আটক করে।

এ ঘটনায় আটক দুজন হলো, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিটিআই চরজোতপ্রতাপ এলাকার মনিরুল ইসলামের ছেলে মো. নাসিরুল ইসলাম (২২) ও একই উপজেলার কল্যানপুর বাগানপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. রনি (২৩)।

এসময় আসামি মো. নাসিরুল ইসলামের দখলে থাকা ট্রাক থেকে (ট্রাক নং-ঢাকা-মেট্রো-ট-১৬-৭২০৭) ৩১৯ বস্তা ভারতীয় চিনি ও মো. রনির দখলে থাকা ট্রাক থেকে (ট্রাক নং ঢাকা-মেট্রো-ট-২৪-২৫০৬) ২৭৬ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া অফিসার) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আসামীদ্বয়ের বিরুদ্ধে এসএমপি কোতয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।