সিলেট নগরীর পায়রা আবাসিক এলাকা থেকে ২১ বস্তা ভারতীয় চিনিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এসময় চোরাচালানপণ্য পরিবহণের দায়ে ১টি পিকআপ গাড়ী জব্দ করা হয়েছে।
পুলিশ জানা, বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লামাবাজার পুলিশ ফাঁড়ীর এসআই(নি.) এএইচএম রাশেদ ফজল, এসআই (নি.) অঞ্জন কুমার দেবনাথসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে পায়রা আবাসিক এলাকাস্থ বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের সামনে থেকে পিকআপ ভর্তি এসব ভারতীয় চিনি উদ্ধার করে। উদ্ধারকৃত চিনির মূল্য প্রায় এক লক্ষ পনের হাজার পাঁচশত টাকা।
এসময় তিনজনকে আটক করা হয়। আটক তিনজন হলেন, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দলইরগাঁও গ্রামের মৃত মানা উল্লাহ’র ছেলে আব্দুল হামিদ (৪১) পিতা- মৃত মানা উল্লাহ, একই উপজেলার ছনবাড়ী গ্রামের মৃত সতিশ দাসের ছেলে স্বপন দাস (৩৫) ও বর্ণি গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে পিকআপ চালক জিয়াউল হক (২৭)।
বিষয়টি নিশ্চিত করেছেন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তিনি জানান, উল্লেখিত আসামীগণ দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় চিনি সরকারের শুল্ক কর ফাঁকি দিয়া অবৈধভাবে বাংলাদেশে এনে সিলেট শহরের বিভিন্ন স্থানে সরবরাহ করছিল। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রীয়াধীন।