সিলেট নগরে পৃথক চুরি-ছিনতাই, ৪ জন আটক

সিলেট নগরীর কুমারপাড়া ও লামাবাজার এলাকায় চুরি এবং ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ চিহ্নিত আসামিকে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে এসআই শামীম উদ্দিন, এসআই এএইচএম রাশেদ ফজল, এসআই কাজী রিপন সরকার সহ পুলিটের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটক চারজন হলো- এয়ারপোর্ট থানাধীন লাকাউড়া এলাকার মৃত খলিল মিয়ার ছেলে মো. জালাল উদ্দিন (২৮), চুনারুঘাট উপজেলার বদরগাজী গ্রামের (বর্তমানে- খাসদবীর) আব্দুল হানিফের ছেলে শরীফ আহমদ (৩০), সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রাজাপুর গ্রামের (বর্তমানে- শ্রাবনী জামে মসজিদের পাশে, পাঠানটুলা) আব্দুল মোতালেবের ছেলে মো. জসিম উদ্দিন (৩২) ও লামাপাড়া এলাকার ইসলাম উদ্দিনের ছেলে মো. আসলাম আহমদ।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী মাহমুদ জানান, আটক আসামিদের স্থায়ী কোন পেশা নাই। তারা সিলেট শহরের বিভিন্ন স্থানে ভাড়াটিয়া হিসাবে বসবাস করে চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে বলে জনশ্রুতি রয়েছে। আসামিদেরকে পৃথক মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।