সিলেট নগরীতে ‘হিটস্ট্রোকে’ রিকশাচালকের মৃত্যু

তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। ছবি: সংগৃহিত

সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকায় তীব্র তাপদাহে ‘হিটস্ট্রোক’ করে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

আজ (রবিবার) সকাল ১১টার দিকে দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে অজ্ঞান হয়ে রাস্তায় পরে যান। পরে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।

মৃত রিকশাচালক হানিফ মিয়া (৩৪) হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা এবং সিলেট শহরে অস্থায়ীভাবে বসবাস করে রিকশা চালাতেন।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ১১টার দিকে দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে এসে অজ্ঞান হয়ে পড়েন একজন রিকশাচালক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।‘

তবে পুলিশ প্রাথমিকভাবে হিটস্ট্রোকে মৃত্যুর কথা বললেও ডাক্তাররা মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেননি।

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বলেন, ‘মৃত রিকশাচালকের রিক্সার প্যাসেঞ্জার জানিয়েছেন যে উনি হঠাৎ রিক্সা থেকে অজ্ঞান হয়ে পরে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণ পোস্টমর্টেম ছাড়া নিশ্চিত করা যাচ্ছে না।’

তিনি বলেন, ‘সিলেটের তাপমাত্রা এতটা বেশি নয় যে হিটস্ট্রোক হতে পারে। তাছাড়া সকাল থেকে দুপুর পর্যন্ত গরমজনিত কোন সমস্যা নিয়ে আর একজন ব্যক্তিও হাসপাতালে ভর্তি হননি। তারপরও বিষয়টি আমরা দেখছি।’