সিলেটে ডেঙ্গু প্রতিরোধে মিলেনিয়াম ব্যাচ’র ব্যতিক্রমী উদ্যোগ

সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে এসএসসি মিলেনিয়াম ব্যাচ। ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যপী মশকনিধন অভিযান ও সচেতনতা কর্মসূচিতে তারা শুভেচ্ছা দূত হিসেবে বেছে নিয়েছে স্কুল শিক্ষার্থীদের।

রোববার দুপুরে নগরীর সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় থেকে এ কার্যক্রমের শুরু হয়। সিলেট নগরীকে ডেঙ্গুমুক্ত করার লক্ষ্য সামনে রেখে পাইলট প্রকল্প হিসেবে সিলেট সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডে তিন মাস ধরে চলবে এ কর্মসূচি। ডেঙ্গু প্রতিরোধে এ কর্মসূচিতে সহযোগিতা করছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) ও সিলেট জেলা প্রেসক্লাব।

মশকনিধন অভিযান ও সচেতনতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোছা. সালমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কর্মসূচির বিস্তারিত তুলে ধরে সচেতনতামূলক বক্তব্য রাখেন এসএসসি মিলেনিয়াম ব্যাচের সদস্য ডা. সাহেদ আহমেদ। সচেতনতা তৈরিতে ও নিজ নিজ বাসা ডেঙ্গু মশার আবাসমুক্ত করার উপস্থিত শিক্ষার্থীদের শপথ করান সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল।

সিলেট সিটি কর্পোরেশন থেকে সার্বিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম। সিলেটে ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি তুলে ধরেন নবনির্বাচিত সিটি কাউন্সিলর হাজেরা বেগম।

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির, সহ সভাপতি সাঈদ চৌধুরী টিপু, সাবেক সহ সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিঠু দাস জয়, নির্বাহী সদস্য রণজিত কুমার সিংহ, সদস্য মামুন হাসান।

এসএসসি মিলেনিয়াম ব্যাচের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমজাদ হোসেইন চৌধুরী, তৌহিদ হাসিব তুহিন, ডা. সাহেদ আহমেদ, সিমুল আহমদ, হিরা সরকার, আব্দুল আহাদ, আতাউল গনি খান ইমন, মহি উদ্দিন ফয়সল, সাহেল আহমদ, মিলু চৌধুরী, কবির চৌধুরী, বদরুল ইসলাম, ইমন মাহবুব প্রমুখ।