ঐতিহ্যবাহী সিলেট জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তবে এর আগে ৮টি পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন ৮ জন।
নির্বাচিতরা হলেন সহসভাপতি (প্রথম) মনিরুজ্জামান মনির, সহসভাপতি (দ্বিতীয়) সজল ঘোষ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শাহজাহান সেলিম বুলবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রেজাউল হক ডালিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জামিল আহমদ (আহমেদ জামিল), পাঠাগার সম্পাদক মো. আলী আকবর চৌধুরী কোহিনূর এবং দপ্তর সম্পাদক আব্দুল আহাদ।
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম শমিউল আলম, নির্বাচন কমিশনার মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সিলেট সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী। এসময় বর্তমান কার্যকরি কমিটির নেতৃবৃন্দ এবং প্রার্থী ও ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে বাকি ৪ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩ প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে ফয়সল আহমদ বাবলু ও মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক পদে মিসবাহ উদ্দীন আহমদ ও মোহাম্মদ নাসির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে অমিতা সিনহা, এম. আর টুনু তালকুদার ও রবিকিরন সিংহ রাজেশ এবং সদস্য পদে তুহিন আহমদ, মো. মোহিদ হোসেন, মো. সোহেল আহমদ সুহেল (নবীন সোহেল), রনজিৎ কুমার সিংহ, রাজীব আহমেদ রাসেল (রাজীব রাসেল) ও রায়হান উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নির্বাচনের তফসিল অনুযায়ী গত ১৩ ডিসেম্বর ক্লাব কার্যালয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেন আগ্রহী প্রার্থীরা। পরবর্তী দুদিনও বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মনোয়নয়নপত্র সংগ্রহ করা হয়।
১৭ ডিসেম্বর বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। ক্লাব কার্যালয় তখন মিলনমেলায় পরিণত হয়। মোট ১৫ পদে ২২ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। পরে ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ হয়। ১৯ ডিসেম্বর বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার ও আপিল শুনানির সময় ধার্য্য ছিলো। এসময় দুইটি পদে মনোনয়ন কেনা একজন প্রার্থী একটি পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করেন। আর ২০ ডিসেম্বর (শুক্রবার) প্রকাশ করা হয় চূড়ান্ত প্রার্থী তালিকা।
সিলেট জেলা প্রেসক্লাবের ভোটগ্রহণ আগামী ২৮ ডিসেম্বর বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন চলবে। ভোটগ্রহণ ও গণনা শেষে একই দিন চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।