জেলা প্রেসক্লাবের  নবনির্বাচিত কমিটিকে গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন

সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনসহ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

রোববার (২৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব’র আহ্বায়ক মো. ইসলাম আলী ও সদস্য সচিব মো. আলিম উদ্দিন বলেন, সিলেটের পেশাদার সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন সিলেট জেলা প্রেসক্লাব। প্রেসক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দর বলিষ্ঠ নেতৃত্বে সুষ্ঠু সাংবাদিকতা চর্চা আরো গতিশীল হবে। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের উল্লেখযোগ্য সাফল্য, অগ্রগতি গণমাধ্যমে প্রকাশে সাংবাদিক নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও আশা ব্যক্ত করেন তারা।

গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ মনে করেন নবনির্বাচিত কমিটির আন্তরিক প্রচেষ্টা ও নেতৃত্বে সিলেট জেলা প্রেসক্লাব আরও বহুদূর এগিয়ে যাবে।