সিলেট জেলা প্রেসক্লাবে ‘সম্প্রীতি ও সাংবাদিকতা’ শীর্ষক বৈঠক

‘দেশে পদ্মাসেতু হয়েছে, কিন্তু সম্প্রীতির সেতু ভেঙে পড়েছে। প্রকৃত অর্থে দেশকে বঙ্গবন্ধুর সোনারবাংলায় পরিণত করতে মানুষে মানুষে সম্প্রীতির সেতুবন্ধন প্রয়োজন।’

শুক্রবার (২২ জুলাই) রাতে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে ‘সম্প্রীতি ও সাংবাদিকতা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।

সিলেট জেলা প্রেসক্লাবের আয়োজনে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

এসময় বক্তারা বলেন, ৭১ সালে দেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনা থেকেই বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু ৭৫ এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে ধর্মের নামে রাজনীতির বীজ বপন করা হয়। যার ফল ভোগ করছে আজকের বাংলাদেশ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, বঙ্গবন্ধুর সম্প্রীতির বাংলাদেশ গড়তে সাংবাদিকদের বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান।

জেলা প্রেসক্লাব সভাপতি আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন, জালালাবাদ লিভার ট্রাস্টের ট্রাস্টি ও ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনের এমডি হেলাল উদ্দিন, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মঈন উদ্দিন মঞ্জু, সম্মিলিত নাট্যপরিষদের সভাপতি মিশফাক আহমেদ মিশু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসিরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এছাড়া আরও বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক লিয়াকত শাহ ফরিদী, বর্তমান সিনিয়র সহ সভাপতি মো. মঈন উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, ইউএনবি’র সিলেট প্রতিনিধি মো. মহসিন, ক্লাবের সহ সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল প্রমুখ।