বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের নামে অনুষ্ঠিত ৩৬ তম সন্মেলন ভূয়া ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে বর্তমান জেলা কমিটি। এ সময় ছাত্র ইউনিয়নের প্রাক্তন নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী ও সিলেটবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহবানও জানানো হয়।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলা সংসদের সভাপতি দীপংকর সরকার ও সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক যৌথ বিজ্ঞপ্তিতে জানান, সংবাদপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমের মারফত আজ সিলেট জেলা ছাত্র ইউনিয়নের ৩৬তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এমন সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ নিয়ে ছাত্র ইউনিয়নের প্রাক্তন ও শুভাকাঙ্ক্ষী মহলে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। সকলের বিভ্রান্তি নিরসনের জন্য আমরা নিশ্চিত করতে চাই যে, সিলেট জেলা ছাত্র ইউনিয়নের ৩৬তম সম্মেলন গত ১৮ ডিসেম্বর ২০২১ সালে অনুষ্ঠিত হয়েছে। প্রায় ২ বছর পর নতুন করে আবার ৩৬তম সম্মেলনের আয়োজন করার কোন যৌক্তিকতা নেই। ৩৫তম জেলা সম্ম্মলনের মধ্য দিয়ে দায়িত্বপ্রাপ্ত সভাপতি সরোজ কান্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাবিল এইচের সঞ্চালনায় ৩৬তম সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও শিশুসাহিত্যিক কবি তুষার কর, অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি লুনা নূর। নির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়নে কেন্দ্রীয় কমিটির তৎকালীন সভাপতি ফয়েজ উল্লাহ।
বিজ্ঞপ্তিতে নেতৃদ্বয় আরো জানান, উক্ত কথিত সম্মেলনের আয়োজক মনীষা ওয়াহিদকে সংগঠনবিরোধী কার্যক্রমের জন্য জেলা কমিটি থেকে ৩৬তম জেলা সম্মেলনের পূর্বেই ২০২১ সালের ১২ নভেম্বর বহিষ্কার করা হয়। কিছু স্বার্থান্বেষী মহল সিলেট জেলা ছাত্র ইউনিয়নের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ ও সিলেটবাসীকে বিভ্রান্ত করতেই মনীষা ওয়াহিদকে সামনে রেখে এই অপতৎপরতা চালাচ্ছে। আমরা ওইসব পথভ্রষ্টদের বিভ্রান্তি সৃষ্টি না করতে আহবান জানাচ্ছি। অন্যথায় যারা সংগঠনকে ক্ষতিগ্রস্ত করতে এসব ষড়যন্ত্র করছেন তাদের প্রতি হুশিয়ার উচ্চারণ করে বলতে চাই, অতীতের মতোই আগামীদিনে সকল বিভ্রান্তির জাল ছিন্ন করে রাজপথেই এর চূড়ান্ত ফয়সালা করা হবে।