সিলেট জেলা ও মহানগর যুবদলের রক্তদান কর্মসূচি পালন

জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর ভাতালিয়াস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্তের ঋণ কখনও শোধ করা যাবে না, অন্তত মানবতার সেবায় আমাদের এধরণের কর্মসূচি বিশাল ভূমিকা রাখতে পারবে। মানুষের কল্যাণে কাজ করতে পারলেই প্রকৃত সুখী হওয়া যায়। তিনি মানব কল্যাণে কাজ করার জন্য যুবদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আলম সিদ্দিকী খালেদ, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।

রক্তদান কর্মসূচিতে জেলা ও মহানগর যুবদলের সাবেক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, তোফাজ্জল হোসেন বেলাল, আক্তার আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, সোহেল মাহমুদ, কয়েস আহমদ, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জিএম বাপ্পী, জামিল আহমদ, ওসমান গণি, মকসুদুল করিম নোহেল, আমিনুল ইসলাম আমিন, এনামুল হক সোহেল, বাবলু আহমদ, পারভেজ খান জুয়েল, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সহ সভাপতি তোফায়েল আহমদ, আব্দুস সালাম টিপু, বাবলু আহমদ, বাবুল আহমদ, শামীম রেজা, হিবজুর বিশ্বাস রাজু, সজিবুর রহমান রুবেল, সাঈদ আহমদ দিপক, হাসান আহমদ রাসেল, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, রাজন আচার্য্য, মিজান আহমদ, নানু আহমদ, এম এ হাসান, সাগর সেন প্রমুখ।

রক্তদান কর্মসূচিতে স্বেচ্ছায় রক্তদান করেন জামিল আহমদ, উসমান গণি, জিএম বাপ্পী, বাবলু আহমদ, নানু আহমদ, রাজন আচার্য্য, ছমির মিয়া প্রমুখ।