সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি হলেন শফিকুর রহমান

দীর্ঘ প্রতীক্ষার পর ভারমুক্ত হলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী।

রবিবার (৬ আগস্ট) গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় শফিকুর রহমানকে সিলেট জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ সভাপতি হিসেবে ঘোষণা দেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়টি নিশ্চিত করেছেন সভায় উপস্থিত থাকা ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা শাহ মুজিবুর রহমান জকন।

বিরোধী দলগুলোর চলমান আন্দোলন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের ভেতর ঐক্য ধরে রাখতে এবং নেতাকর্মীদের চাঙা করতে রবিবার (৬ আগস্ট) গণভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ সভায় অংশ নেন সিলেট জেলার বিভিন্ন ইউনিটের শতাধিক নেতৃবৃন্দ।

সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সিলেটসহ সারা দেশের জেলা/মহানগরসহ বিভিন্ন ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদকের পাশাপাশি অংশ নেন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতারা। এছাড়া জাতীয় সংসদের দলীয় সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানরা, সিটি করপোরেশন এবং পৌরসভার দলীয় মেয়ররাও এতে উপস্থিত ছিলেন।