সিলেট জেলার সর্বোচ্চ করদাতা হয়েছেন আবুল কালাম

২০২১-২০২২ করবর্ষে সিলেট জেলার সর্বোচ্চ করদাতা হিসেবে মনোনীত হয়েছেন আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স আবুল কালামের সত্ত্বাধিকারী মো. আবুল কালাম।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল সিলেট থেকে প্রদত্ত চিঠিতে তাকে মনোনীত করার বিষয়টি জানানো হয়।

একইসাথে আগামী ২৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১.৩০টায় হোটেল এ্যান্ড সিলেট, বড়শালা, এয়ারপোর্ট রোড, সিলেট এর সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাঁকে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রেরিত সম্মাননা সনদপত্র ও ক্রেস্ট গ্রহণের অনুরোধ জানানো হয়।

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল সিলেট থেকে প্রদত্ত চিঠিতে বলা হয়, ”অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, সরকার ঘোষিত “সিটি কর্পোরেশন/ জেলাভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘসময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা, ২০০৮ এর বিধান অনুযায়ী আপনি ২০২১-২০২২ করবর্ষে সিলেট জেলার সর্বোচ্চ কর প্রদানকারী করদাতা ক্যাটাগরীতে আপনি চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। আপনাকে আন্তরিক অভিনন্দন। প্রতি বছর আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কর বিভাগ বিভিন্ন ক্যাটাগরীতে চূড়ান্তভাবে মনোনীত করদাতাগণকে সম্মাননা প্রদান করে থাকে। প্রতি বছরের ন্যায় এ বছরও আগামী ২৯ ডিসেম্বর ২০২২ মি. রোজ বৃহস্পতিবার, সকাল ১১.৩০ ঘটিকায় হোটেল এ্যান্ড সিলেট, বড়শালা, এয়ারপোর্ট রোড, সিলেট এর সম্মেলন কক্ষে এ সম্মাননা প্রদানের নিমিত্ত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রেরিত সম্মাননা সনদপত্র ও ক্রেস্ট গ্রহণ করার জন্য আপনাকে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। আপনার সক্রিয় অংশগ্রহণ একান্ত কাম্য।”